বিএসসি নার্সিং-এ সরকারিতে মোট আসন ১৬০০টি; এর মধ্যে ছেলেদের জন্য বরাদ্দ ১৬০টি, এবং মেয়েদের জন্য বরাদ্দ ১৪৪০টি !
আজ থেকে শুরু হয়েছে নার্সিং এর আবেদন, চলবে ১২ মার্চ পর্যন্ত; ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল; আবেদন ফি ৭০০ টাকা (বিএসসি নার্সিং), ৫০০ টাকা (ডিপ্লোমা নার্সিং/ডিপ্লোমা মিডওয়াইফারি)
নার্সিং পেশায় নিজেকে নিয়োজিত করতে প্রথম ধাপটিই হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়া। বলছি, বিএসসি ইন নার্সিং ভর্তি
পরীক্ষার কথা।
বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায়
• বাংলা-
২০ নম্বর
• ইংরেজিতে-
২০ নম্বর
• গণিত-
১০ নম্বর
• বিজ্ঞান-
৪০ নম্বর(জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন)
ও
• সাধারণ
জ্ঞানে~ ১০ নম্বর অর্থাৎ মোট ১০০ নম্বরের MCQ
পরীক্ষায় অংশগ্রহণ করতে
হবে।
অবশ্যই মনে রাখবে, বিএসসি ইন নার্সিং ভর্তি
পরীক্ষায় বিজ্ঞান বিষয় অর্থাৎ জীববিজ্ঞান,
পদার্থবিজ্ঞান ও রসায়ন এই
তিন বিষয় থেকে প্রশ্ন হবে।
খবর বিভাগঃ
বিএসসি নার্সিং ভর্তি
ভর্তি পরীক্ষা ২০২৫
0 comments: