চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিয়ম (২০২৪-২৫ শিক্ষাবর্ষে)
পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে - ১১.১৫ টার মধ্যে
পরীক্ষার হলে ঢুকতে হবে - ১১.৩০ টার মধ্যে
যাবতীয় কার্যক্রম সম্পন্ন - ১২ টার মধ্যে
পরীক্ষা শুরু হবে - ১২ টায়
পরীক্ষা শেষ হবে - ১ টায়
প্রশ্ন হলো, ৪৫ মিনিট আগে কেন ঢুকতে
হবে? কিইইবা করবে এই ৪৫ মিনিট?
তোমাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
রুমের সিট প্ল্যান হয় অর্থাৎ কোন রুমে কতজন বসবে এবং কত রোল থেকে কত রোল পর্যন্ত থাকবে সেটার প্ল্যান হয় তবে রুমের মধ্যে সিট
প্ল্যান হয় না। কোন রকম রোলের কাগজ লাগানো থাকে না বেঞ্চ-ডেস্কে। ইচ্ছামত বসা যায়।
তবে দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকা ২-৩ বার Resuffle
করবে তোমাদের পজিশন।
অর্থাৎ সুবিধামত একটা জায়গায় বসার পরেও তুমি সেখানে পরীক্ষা দিতে পারবে কিনা এটা অনিশ্চিত।
আর এই ৪৫ মিনিটে ভর্তি পরীক্ষার যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। অর্থাৎ ৪৫ মিনিটে resuffle,
উপস্থিতির খাতায় সই করা, প্রশ্ন
প্রিন্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের পড়বে তাদের ক্ষেত্রে শাটল ট্রেনে সবাই
কেন্দ্রে ঠিকমত পৌছতে পেরেছে কিনা তা নিশ্চিত সহ মানসিকভাবে প্রস্তুতির সময় দেয়া
সব কিছু হয়ে থাকে।
আশা করি বুঝাতে পেরেছি।
নিচে গত বছরের সময়সূচি দেয়া হলো।
0 comments: