বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫
শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি
অনুষ্ঠিত হবে। তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোন শিফটে কোন রোল নম্বরধারীদের পরীক্ষা হবে, তা বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা
হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির
প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়ার জন্য যোগ্য প্রার্থীদের ফি জমা শুরু হয়েছে
রোববার (২৯ ডিসেম্বর) থেকে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পরে জানানো হবে।
এর আগে যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ
করেছে বুয়েট। আগামী ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনী প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা
থেকে ১০টা নেয়া হবে।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকাল
সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা নেয়া হবে।
এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়ার জন্য যোগ্য
প্রার্থী হয়েছেন ২৪ হাজার ২০৫ শিক্ষার্থী। প্রথমে প্রাক-নির্বাচনী ও পরে মূল ভর্তি
পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রাক-নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত
শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।
মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বুয়েটের অফিসিয়াল
ওয়েবসাইট www.buet.ac.bd থেকে জানা যাবে।
২০২৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)-র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন
প্রকাশিত হয়েছেঃ February 04, 2025
0 comments: