Tuesday, February 4, 2025

২০২৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস র (বিইউপি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন



বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ১৩ ও ১৪ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ৮ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে শেষ হয়েছে ২২ নভেম্বর।


পরে ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই দিনই বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরদিন ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশের কথা থাকলেও তা দেওয়া হয়নি। এ তারিখ পরবর্তীকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

শেয়ার করুন

0 comments: