Tuesday, February 11, 2025

২০২৫ সালের ভর্তি পক্রিয়ায় রাবিতে প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত

 

২০২৫ সালের ভর্তি পক্রিয়ায় রাবিতে প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছে -

 

এ’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৭মানবিক ৪.৫০ এবং ব্যবসায় শিক্ষা ৪.২৯।
 বি’ ইউনিটে বিজ্ঞান ৩.৫০মানবিক ৩.০০ ও ব্যবসায় শিক্ষা ৩.০০ অর্থাৎ 'বিইউনিটের সকল প্রাথমিক আবেদনকারী চূড়ান্ত আবেদনের জন্যই নির্বাচিত হয়েছেন।
 সি’ ইউনিটে বিজ্ঞান ৪.৬৯মানবিক ৫.০০ এবং ব্যবসায় শিক্ষা ৫.০০।

তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সে পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।



শেয়ার করুন

0 comments: