Friday, February 14, 2025

ঢাবি প্রযুক্তি ইউনিট -এর ২৬ এপ্রিল এর পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ মে ২০২৫

 ২১ দিন পিছিয়েছে পরীক্ষার তারিখ। ২৬ এপ্রিল এর পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ মে।

তাছাড়া আবেদন করা যাবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত যা আগে নির্ধারিত ছিলো ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সুতরাং যারা আগে আবেদন মিস করেছিলে এখনই আবেদন করে নাও।
ঢাবি'র এই ইউনিটে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ নম্বর নাই।
ইঞ্জিনিয়ার হতে চাও ?
বুয়েট-কুয়েট-চুয়েট-রুয়েটে আবেদন করতে পারোনি কিংবা সিলেকশনে টিকতে পারোনি ?
সমস্যা নেই, ঢাবি'র এই প্রযুক্তি ইউনিটেও আছে সুবিশাল ক্যারিয়ার।
মাত্র ৬.৫০ জিপিএ নিয়ে করতে পারবে আবেদন। SSC ও HSC তে আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকলেও সমস্যা নেই।
১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজি বিষয়ে।
মানবন্টন- পদার্থ- ৩৫, রসায়ন - ৩৫, গণিত - ৩৫ ও ইংরেজি - ১৫।

শেয়ার করুন

0 comments: