২০২৪-২৫ শিক্ষাবর্ষে
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কাউন্সিল। একইসঙ্গে ভর্তি পরীক্ষার সম্ভাব্য
তারিখও নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য
সূত্রে বিষয়টি জানা গেছে। আগামী বছরের এপ্রিলের ১৭, ১৮ ও ২৫ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা
হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আমরা যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
সংগঠন গুচ্ছ থেকে বের হয়ে আসার জন্য স্মারকলিপি দিয়েছে, অনেকে প্রতিবাদ জানাচ্ছে। এরপর আমরা আজকে জরুরি
অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করি। সভায় সর্বসম্মতিক্রমে আমরা গুচ্ছ থেকে
বেরিয়ে আসার সিদ্ধান্ত নেই।
রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এপ্রিলের ১৭, ১৮ ও ২৫ তারিখে ভর্তি পরীক্ষা নেয়ার সময় ধরা
হয়েছে।
২০২৫ সালের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন
প্রকাশিত হয়েছেঃ February 04, 2025
খবর বিভাগঃ
ভর্তি পরীক্ষা ২০২৫
ভর্তি যুদ্ধ
ভর্তিযুদ্ধ
0 comments: