ভর্তিযুদ্ধ:
প্রতি বছর বাংলাদেশে এইচ.এস.সি পরীক্ষার পর
উচ্চ শিক্ষার জন্য দশ লক্ষাধিক শিক্ষার্থী ভর্তি পক্রিয়ায় অংশ নেয় । ভর্তি
পক্রিয়াগুলো প্রবল প্রতিযোগিতামূলক । আসন সংখ্যার চেয়ে প্রতিযোগির সংখ্যা
প্রতিষ্ঠান অনুযায়ী দুইশত গুণও হয়ে থাকে ।
উপরন্তু প্রতি বছর প্রায় পঞ্চাশ সহাস্রাধিক
শিক্ষার্থীও বিদেশে পড়তে যায় । তাদেরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ
নিতে হয় । ভর্তির পক্রিয়াগুলো প্রবল প্রতিযোগিতামূলক হওয়ায় উচ্চ শিক্ষার ভর্তি
পক্রিয়াকে ভর্তি যুদ্ধ বা “ভর্তিযুদ্ধ” বলে অভিহিত করা হয় ।
VORTIJUDDHO.COM
এই ওয়েবসাইট ভর্তি যুদ্ধ সম্পর্কে তথ্য
সরবরাহ করার জন্য তৈরী করা হয়েছে বলে ওয়েবসাইটটার নাম VORTIJUDDHO দেওয়া হলো । VORTIJUDDHO
সব সময় নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করার পাশাপাশি ভর্তিযোদ্ধাদের ভর্তি
যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য তৈরী করার পাশাপাশি তাদের মানষিক ও বৈষয়িকক্ষেত্রে
যোগ্য করে তোলার জন্য প্রচেস্টা অব্যহত রাখবে ।
VORTIJUDDHO.COM – এর পরিষেবা:
১. ভর্তি সম্পর্কিত তথ্য সরবরাহ করা ।
২. পড়াশোনা ও পাঠ্যপুস্তক বর্হিভুত সৃজনশীল
কর্মকান্ড সম্পর্কিত তথ্য প্রদান করা ।
৩. বিভিন্ন ধরনের চাকুরী ও ব্যবসায় উগ্যোগ
সম্পর্কিত তথ্য তথ্য প্রদান ।
৪. বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পর্কিত
তথ্য প্রদান ।
৫.
ক্যারিয়ার গঠণ করার জন্য তথ্য প্রদান ।
VORTIJUDDHO.COM
– এর ভিশন:
১.উচ্চ
শিক্ষায় প্রবেশ করতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের নিরবিচ্ছিন্নভাবে তথ্য প্রদান
প্রদান করা ।
২.শিক্ষা, চাকরির
বাজার ও ব্যবসায় উদ্যোগের
বিভিন্ন দিক তুলে ধরা
।
৩.উচচ
শিক্ষা যাতে দক্ষ মানবসম্পদ তৈরীতে সহায়ক হয় সেজন্য সচেতনতামূলক তথ্য সরবরাহ করা ।
৪.গবেষণা
ও উন্নায়ন অধ্যয়ন সম্পর্কিত তথ্য প্রদান করা ।
VORTIJUDDHO.COM
– এর মিশন:
শিক্ষার্থীদের
একাডেমিক রেজাল্ট ও ক্যারিয়ার সম্পর্কিত তথ্য প্রদান করার
পাশাপাশি
সামাজিক দায়বদ্ধতামূলক কাজে উৎসাহিত করা ।
0 comments: